শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আগামী জুলাইয়ে প্রকাশিত হবে হাইয়াতুল উলিয়ার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কবে প্রকাশিত হচ্ছে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর তাকমীল পরীক্ষার ফলাফল। জানতে অধীর আগ্রহে বসে আছেন তাকমিল পরীক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে আওয়ার ইসলাম এর পক্ষ থেকে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান জানান, ‘চলতি রমজান মাসে হাইয়াতুল উলিয়া ফলাফল প্রকাশ সম্ভব হবে না। আগামী শাওয়াল মাসে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আগামী জিলকদ মাসে (ইংরেজি জুলাই) প্রকাশিত হবে হাইয়াতুল উলিয়ার ফলাফল।’

এক প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান জানান, ‘এবছর লকডাউনের কারণে পরীক্ষার খাতা দেখার জন্য মুমতাহিনদের কাছে খাতা পাঠাতে বেশ দেরি হয়ে গিয়েছে। তাছাড়া পরীক্ষার্থীদের খাতায় দেয়া নাম্বারটি নিজেদের কাছে সংরক্ষন করে একটি গোপন নাম্বার দিয়ে দেওয়া হয় খাতার মাঝে। আল হাইয়াতুল উলইয়ার অফিসের এসব কার্যক্রম সম্পন্ন করে মুমতাহিনদের কাছে খাতা পাঠাতে এ দেরি হয়। এজন্য এবার রমজানে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’

এর আগে আল হাইয়াতুল উলিয়ার অধীনে থাকা ছয়টি বোর্ডের তিনটি বোর্ড ফলাফল প্রকাশ করেছে। বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ। এখনো ফলাফল প্রকাশিত না হওয়া বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ও তানযীমূল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন থাকা এ ৬টি বোর্ড প্রথম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট জামাতের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে থাকে।

প্রকাশিত বোর্ডগুলোর রেজাল্ট: বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও ক্বিরাআত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মুফতি রুহুল আমীন বলেন, আমরা বৈষয়িক মহামারির করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও যথা সময় ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ: গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বোর্ডটি ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ইংরেজী সনে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্রীয় ফলাফল প্রকাশ করেন। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পাশের হার: তাজভীদ (রেওয়ায়াত) ৯৫.৬৫%, তাজভীদ (হাফস) ৯৬.৮৫%, আলিয়া (উলা/কামেলাইন) ৭১.২৩%, সানবিয়া খাচ্ছা (চাহারুম) ৭০.৬০%, সানবিয়া আম্মা (শাশুম) ৮০.৩৩%, মুতাওয়াচ্ছিতা (হাস্তুম) ৬৫.৪০%।

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) বোর্ডটির বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের গড় পাসের হার ছিলো ৮৭.৭৬%। ইফতা ৯১.৫৭%, ফযীলত বালক ৯০.১৭%, ফযীলত বালিকা ৮৭.৭৭%, সানাবিয়্যাহ বালক ৬৬.২৫%, সানাবিয়্যাহ বালিকা ৭৬.০০%, মুতাওয়াসসিতাহ বালক ৮৫.২৯%, মুতাওয়াসসিতাহ বালিকা ৭৯.০৯%, ইবতিদাইয়্যাহ বালক ৮৬.১২%, ইবতিদাইয়্যাহ বালিকা ৯২.৭৫%, হিফজ ৯৯.৯৯%, নাযেরা ৯৯.৯৯%, কেরাত ৯৯.৯৯। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৪০০০। সারাদেশের ৯০ টি কেন্দ্রে পরীক্ষা নেন তারা।

অপ্রকাশিত বোর্ডগুলোর ফলাফল প্রকাশ হবে কবে? জানতে চাইলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক জানান, ‘প্রতিবছরের মতো এবছরও রমজানের ভিতরেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এজন্য বেফাকের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশেই সর্বোচ্চ এ চেষ্টা চালানো হচ্ছে।’

এদিকে সিলেটের আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা আব্দুল বছির জানান, আগামী ২৬ রমজান (৯ মে) রোববার বোর্ডটির কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন তারা।

তানযীমূল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এর ফলাফল আগামী ২৫ রমজানের মাঝেই প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ডটির চেয়ারম্যান ও বসুন্ধরা মাদরাসার মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ