শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


কারাগারে মুফতি হারুন ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজত ইসলামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানজিদা সুলতানা এ আদেশ দেন।

মুফতি হারুন ইজহারের আইনজীবী মো. নেজার উদ্দীন বলেন, 'আমি সারাদিন আদালতে ছিলাম। মুফতি হারুন ইজহারকে আজকে কোর্টে তোলা ও চালান দেয়ার কথা ছিল। কিন্তু কোর্টে তোলা হয় নাই। কিন্তু এখন মুফতি হারুন ইজহার সাহেবকে কারাগারে পাঠানোর জন্য আদেশ দেয়া হয়েছে।'

বুধবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়। এসময় মুফতি হারুন ইজহারকে গাড়ি থেকে বের করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ