আওয়ার ইসলাম: বুধবার (১৪ এপ্রিল) ছিল রমজানের দ্বিতীয় দিন। এদিন তুরস্কের রাজধানীর আঙ্কারার মামাক জেলায় বসবাসকারী সাধারণ একটি পরিবারের সঙ্গে মাটিতে বসে ইফতার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তার সঙ্গে রয়েছেন স্ত্রী ফার্স্টলেডি এমিনে এরদোগাান। এদিন ইফতার শেষে এরদোগান দম্পতি পরিবারটির সঙ্গে বসে চা পান করে এবং গল্প করেন। পরে শিশুদের উপহার দেন তিনি।
তবে ইফতারিতে খাবার হিসেবে ছিল একদমই সাধারণ খেজুর, জয়তুন, পনির, ছোরবা (সুপ), রুটি (পিডা), মিষ্টি ও পানিসহ সামন্য খাবার।
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন, তখন সাধারণ নাগরিকের বাড়িতে গিয়ে ইফতার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। -এএফপি
এনটি