সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রমজানে ফিলিস্তিনি শিশুদের অন্যরকম আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলিউর রহমান।।

রমযানে তারাবীর পরে মসজিদে আকসা চত্বরে অন্যরকম আয়োজনে মেতে ওঠে কুদসের শিশুরা। কচি কচি সোনামনির দল রমযান বিষয়ক নাশীদ গাইতে গাইতে মাতিয়ে রাখে চারপাশ। নিরাপদ ফিলিস্তিন ভূখণ্ড গড়ে তুলতে শহিদ হওয়া বাবা-দাদাদের বীরত্বগাঁথা সম্বলিত কবিতাও শুনা যায় এসময় কচিকাঁচাদে কণ্ঠে। কেউ কেউ তখন "রমযান কারীম" ক্যালিগ্রাফি মোড়ানো নানা রঙ্গের ফানুস উড়ায় আকাশে।

তুলনামূলক অসচ্চল ঘরের ফিলিস্তিনি শিশুরাও তারাবীর নামায পরবর্তী এ সময়টাকে দারুণ উপভোগ করে। বাতাত নামের বিশেষ এক ধরনের খাবার, চা, কফি, বিভিন্ন ফলের উপাদেয় জুস বিক্রি, বিতরণ করে তারা নিজেদের এবং দূর দূরান্ত থেকে গাইতে আসা শিশুদের আনন্দের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে তোলে।

[caption id="attachment_216208" align="alignnone" width="500"] সোনামনীরা গান, কবিতা পাঠে মুখরিত করে রেখেছে আকসা চত্বর।[/caption]

চৌদ্দ ঘন্টার বেশি সময় দীর্ঘ দিবসের রোযা রাখার ক্লান্তি শিশুরা একদম ভুলে যায় আকসা চত্বরে উপস্থিত হয়ে। পরমাঙ্ক্ষাখিত এ সময়টির জন্যই তারা বরং সারাদিন ধরে অপেক্ষা করতে থাকে। ইফতারের পর থেকেই মসজিদুল আকসা চত্বরে ভিড় বাড়তে থাকে। আকসার আনন্দে অংশ নিতে আসে দূরের মহল্লার শিশুরাও।

নাশিদ গাওয়া, কবিতা পাঠ, ফানুস ওড়ানোর এ ধারা আকসা চত্বরে চলে আসছে যুগ যুগ ধরে।

[caption id="attachment_216209" align="alignnone" width="500"] আলি যানীন, হুসাইন দাব্বাগ। আকাশের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে বর্ণিল ফানুস।[/caption]

[caption id="attachment_216215" align="alignnone" width="500"] প্রাণবন্ত ইউসুফ। পিপাসার্ত বন্ধুদের পানি পান করিয়ে পরম তৃপ্ত সে।[/caption]

[caption id="attachment_216222" align="alignnone" width="500"] মন ভুলানো হাসিতে কায়েস আবদুন নবী। "ছবি তোলা তাড়াতাড়ি শেষ করেন। বন্ধুরা অপেক্ষা করছে"।[/caption]

[caption id="attachment_216223" align="alignnone" width="500"] নাদীন আহমদ। "আকসার আয়োজনে জীবনে প্রথমবার শরিক হয়ে আমি অভিভূত। বাবার সাথে বারবার আসতে চাই"।[/caption]

[caption id="attachment_216224" align="alignnone" width="500"] নওফেল। "বাবা একটু জলদি করো। বন্ধুরা সব বাতাত নিতে ছুটে আসছে"।[/caption]

আল জাজিরা থেকে অনুবাদ

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ