আওয়ার ইসলাম: শুক্রবার ৯ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে; মানতে হবে স্বাস্থ্যবিধি- জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে, লকডাউন ঘোষণার পর থেকেই সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবিতে রাজধানীর নিউমার্কেট সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আন্দোলন করেন।
আসছে ঈদুল ফিতরে বেচাকেনা ও কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তার মুখে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান ব্যবসায়ীরা। দোকানপাট সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনে সময় নির্দিষ্ট করে দেয়ার কথাও বলেন তারা।
এমডব্লিউ/