আওয়ার ইসলাম: সারাদেশে শুরু হলো করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার দেয়ার কর্মসূচি। প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। পাশাপাশি টিকার প্রথম ডোজও পেয়েছেন ১৪ হাজার ৮০৪ জন।
চিকিৎসকেরা বলছেন, টিকা নিলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি, জটিলতা ও মৃত্যু কমে।
জানা গেছে, দেশের সবচেয়ে বড় টিকাকেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে করোনার প্রথম ডোজ নিয়েছেন ৪৯ হাজার মানুষ। দ্বিতীয় ডোজ নেয়ার প্রথম দিনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়।
গত ২৮ জানুয়ারি, ৭ ও ৮ মার্চে যারা টিকা নিয়েছেন, তারাই আজ দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে এক হাজার ৩৬১ জন টিকার দ্বিতীয় ডোজ আর ৭৭ জন পেয়েছেন প্রথম ডোজ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, আজ থেকে টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। এই কেন্দ্রে মানুষের ভিড় ছিল। প্রথম দিনের এখানে এক হাজার ৩৬১ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এই কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলাম। দেশের সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান সায়েদুর রহমান জানান, সারাদেশের এক হাজারের বেশি হাসপাতালে চলছে টিকা কর্মসূচি। প্রথম ডোজের তুলনায় দ্বিতীয় ডোজ নেয়া ব্যক্তির সংখ্যা ছিল বেশি। টিকার দ্বিতীয় ডোজ পাবেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনা টিকা দেয়া শুরু হয়। দুই মাস পর দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ।
-এটি