ইশতিয়াক সিদ্দিকী: হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) বাদ যোহর মেখল মাদরাসা প্রাঙ্গনে নামাজে জানাাযা অনুষ্ঠিত হয়। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও হাজারো মুসল্লিয়ানে কেরামের উপস্থিততে জানাযার নামাজ সম্পন্ন হয়!
নামাজে জানাযার ইমামতি করেন আল্লামা নোমান ফয়জী রহ. এর বড় সাহেবজাদা মাও.জাকারিয়া নোমান ফয়জী। উপস্থিত ছিলেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতীয়ে আজম আল্লামা আব্দুসসালাম চাটগামী, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাও.সালাউদ্দীন নানুপুরী, ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাও.মাহমুদুল হাসান, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবীবুর রহমান কাসেমী, লালখান বাজার মাদ্রাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, ফেনী জামেয়া রশীদিয়া'র মুহতামীম মুফতী ফয়জুল্লাহ কাসেমীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
এর আগে সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে শেষ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়জী আওয়ার ইসলামকে জানান, গত রোববার (২১ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয়েছিলো তার। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি।
-এটি