আওয়ার ইসলাম: বাংলাদেশে গুজব ছড়াতে ও সাইবার হামলা চালাতে একটি রাষ্ট্র প্রাতিষ্ঠানিকভাবে অর্থ বিনিয়োগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘এ বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে।’
রোববার (২১ মার্চ) আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘মুক্তিযুদ্ধবিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্যবিভ্রাট ও গুজব বিড়ম্বনা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।
জুনাইদ আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হবে। মুক্তিযুদ্ধের সঠিক তথ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আর্কাইভ হবে। এই কাজে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
একই সময় গুজব প্রতিরোধে সব মহলকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী।
-এএ