আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী প্রথম ডোজ টিকা নেয়ার দুই সপ্তাহ পরে করোনা আক্রান্ত হয়েছেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের আরও দুই সহকারী প্রক্টরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২০মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ড. একেএম গোলাম রাব্বানী।
সহকারী দুই প্রক্টর হলেন এ বি এম আশরাফুজ্জামান (আইন অনুষদ) ও আহসান বাবু (সামাজিক বিজ্ঞান অনুষদ)।
আক্রান্তরা সবাই করোনার ভাইরাসের টিকা নিয়েছিলেন। বর্তমানে তারা সবাই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাবি প্রক্টর জানান, ‘গত ১৮ মার্চ আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তেমন কোনও শারীরিক জটিলতা নেই। শুধু হাল্কা জ্বর আছে। আমি ছাড়াও আরও দুজন সহকারী প্রক্টরও আক্রান্ত হয়েছে।'
-এএ