মুহিব্বুর রহমান উসামা: কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুমের শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ (কলাগায়ের হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটে খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কলাগায়ের হুজুরের নাতি মোহাম্মদ। তিনি জানান, ঠান্ডা ও ডায়াবেটিস-সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। হঠাৎ ডায়াবেটিস বেশি বেড়ে যাওয়া ঢাকার খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে ভর্তি করা হয়। আজ রাত ৯টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রামপুর মাদরাসায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আল্লামা আব্দুল লতিফ (কলাগায়ের হুজুর) সাত ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্যা মুহিব্বিন রেখে গেছেন। তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এর শাগরিদে রশীদ ও হাটহাজারী হযরত আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
কুতুবুল আকতাব আল্লামা আব্দুল গফুর রহ. (গনেশপুর হুজুর) -এর জামাতা তিনি। অনেক মাদরাসার মুরুব্বীও ছিলেন তিনি। দীর্ঘ ৬৮ বছর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুমে খেদমত করেছেন আল্লামা আব্দুল লতিফ। ৩৫ বছর হাদিসের দরস দিয়েছেন।
-এএ