আওয়ার ইসলাম: ভারতের দিল্লির বাড়ি থেকে ক্ষমতাসীন দল বিজেপির এক এমপির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। ওই এমপির নাম রাম স্বরূপ শর্মা। তিনি হিমাচল প্রদেশের মান্ডি এলাকার এমপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা চিন্ময় বিশ্বাস জানিয়েছেন, সকালে ৬২ বছর বয়সী এমপি রাম স্বরূপ শর্মার ঝুলন্ত দেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সকালে এমপি শর্মার ব্যক্তিগত সহকারী পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে খবরটি জানান। পরে পুলিশের একটি দল সেখানে পৌঁছে দরজা ভেঙ্গে ওই সংসদ সদস্যর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
এই সংসদ সদস্য গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। এদিকে, শর্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকালে নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি। টুইটারে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'শ্রী রাম স্বরূপ শর্মা ছিলেন একজন নিবেদিত নেতা।
তিনি সব সময় মানুষের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকতেন। তিনি সমাজের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার অকাল ও দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি মর্মাহত। এই বেদনাদায়ক সময়ে তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’
শর্মা প্রথমবার ২০১৪ সালে হিমাচল প্রদেশ থেকে এমপি নির্বাচিত হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মান্ডি থেকে তিনি পুনরায় জেতেন।
-এটি