মোস্তফা ওয়াদুদ: অবশেষে প্রকাশিত হল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষার তাকমিল জামাতের রুটিন। রুটিনে আগের ঘোষিত তারিখে পরিবর্তন এনে একদিন পিছিয়ে ৩১ মার্চ করা হয়েছে। এর আগে ৩০ মার্চ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিলো।
আজ সোমবার (১৫ মার্চ) বিকাল পাঁচটায় হাইয়াতুল উলিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে এ রুটিন প্রকাশ করা হয়।
রুটিন প্রকাশ করে কর্তৃপক্ষ তাদের ফেসবুকে লিখেন, ‘রজব মাস ৩০ দিনে হওয়ায় ২৬/৭/১৪৪২ হিজরী মোতাবেক ১১/৩/২০২১ ঈসাব্দে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে ১৬ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৩১ মার্চ ২০২১ ঈসাব্দ, বুধবার থেকে। শেষ হবে ২৪ শা‘বান ১৪৪২ হিজরী, ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ, বৃহস্পতিবার।’
এর আগে গত ৯ মার্চ আওয়ার ইসলাম একটি প্রতিবেদন করেছিল হাইয়াতুল উলিয়া রুটিন প্রকাশ না হওয়ার বিষয়ে। তখন বোর্ডের অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান বলেছিলেন, চাঁদ দেখা সাপেক্ষে প্রকাশিত হবে হাইয়াতুল উলিয়া রুটিন।
এমডব্লিউ/