আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়্যার অধীনে ২০২০ সালের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী বৃহত্তর ময়মনসিংহের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৩-তে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন বৃহত্তর ময়মনসিংহ (টাঙ্গাইল)-এর তরুণ আলেম মাওলানা ওমর ফারুক।
বাংলাদেশের শীর্ষ আলেম ও মসজিদুল আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মুফতি দিলাওয়ার হুসাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ।
এ ছাড়া সংবর্ধনায় উপস্থিত ছিলেন- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারীসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, বেফাকুল মাদারিসিল কওমিয়া-গওহরডাঙ্গার যু্গ্ম মহাসচিব মুফতি উসামা আমীন, দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ এবং মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যা-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী প্রমুখ।
-এএ