আওয়ার ইসলাম: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এতে কমপক্ষে দুই জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। খবর বিবিসির।
শনিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে একটি জাহাজ নির্মাণ কারখানার সামনে বিক্ষোভ করতে জড়ো হন হাজার হাজার মানুষ।
মান্দালয়ে ধর্মঘটে থাকা জাহাজ নির্মাণ কারখানার শ্রমিক এবং বিক্ষোভকারীদের মুখোমুখি হলে সহিংসতা শুরু হয়। খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারলে এর জবাবে গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের স্বজন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং তার বয়স ছিল ৩৬ বছর। তার বুকে গুলি লেগেছিল। নিহতদের মধ্যে আরেকজন ১৮ বছরের কম বয়সী। তার মাথায় গুলি লাগে।
গত শুক্রবার একজন অল্পবয়স্ক নারী প্রথম বিক্ষোভে নিহত হন। গত ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিদোতে এক বিক্ষোভে মিয়া থয়ে থয়ে খাইং নামে ওই নারী মাথায় গুলিবিদ্ধ হন।
সেনা অভ্যুত্থানের কারণে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারতে উৎখাত করা হয়েছে। বিক্ষোভকারীরা তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি-এনএলডির অন্য নেতাদের সঙ্গে সঙ্গে সু চিরও মুক্তির দাবি জানিয়েছে। অবৈধ ওয়াকি-টকি ব্যবহার এবং দেশটির প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক আইন অমান্য করার অভিযোগে গৃহবন্দী রয়েছেন তিনি।
-এএ