শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৬ ডিসেম্বর প্রথম সেকশন উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আর আগামী ২৩ এপ্রিল জাপান থেকে মেট্রো ট্রেনের সেটের প্রথম শিপমেন্ট রওনা দেবে এবং ২৩ এপ্রিল তা এসে পৌঁছাবে। গত জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পের কাজের সার্বিক গড় অগ্রগতি ৫৬.৯৪ শতাংশ। ১১.৫৮ কিলোমিটার ভায়াডাক্ট ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের লাইন-৬ অংশটি ২০২৪ সালে সমাপ্ত হওয়ার কথা। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার যেতে সময় লাগবে সব মিলিয়ে ৩৮ মিনিট।

বুধবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল মিউজিয়ামের উদ্বোধন এবং ডিপো ও প্রথম স্টেশন পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাস্তবায়নকারী সংস্থা জানায়, এমআরটি লাইন-৬-এর কাজ মোট ৮টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশের পূর্তকাজের অগ্রগতি ৮০.২১ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পূর্তকাজের অগ্রগতি ৫১.২৬ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক রেল কোচ ও ডিপো যন্ত্রপাতি সংগ্রহকাজের সমন্বিত অগ্রগতি ৪৬.৩৩ শতাংশ। তবে প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই লাইন বর্ধিত করা হবে। এর জন্য হাউজহোল্ড সার্ভে চলছে। বেসিক ডিজাইনের কাজও শেষ। ডিটেইল ডিজাইনের কাজ ধরা হবে। এই অংশের দৈর্ঘ্য ১.১৬ কিলোমিটার।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের দৈর্ঘ্য হবে সাড়ে ২১ কিলোমিটার। এতে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১৭টি স্টেশন থাকবে। এর মধ্যে উত্তরা সেন্টার, বিজয়সরণি ও মতিঝিল স্টেশন হবে আইকনিক স্টেশন। বাকিগুলো সাধারণ স্টেশন থাকবে। জাপানের সহযোগিতায় বাস্তবায়ন হচ্ছে ঢাকার প্রথম মেট্রোরেল। এই রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে থাকবে ৬টি করে কার। যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। উভয় দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহনের সক্ষমতা থাকবে মেট্রোরেলের।

পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা আশা করছি মহান বিজয় দিবসে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করতে পারব। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন।’

এম এ এন ছিদ্দিক বলেন, করোনার কারণে কাজের গতি কিছুটা পিছিয়ে পড়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে আমরা আবার গতি ফিরে পাব। আমাদের ইচ্ছা ও পরিকল্পনা আছে ১৬ ডিসেম্বর বিজরে সুবর্ণজয়ন্তীতে এই লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রায়াল রান শুরু করতে পারব। আমাদের মেট্রোরেলের ট্রেন (কোচ) জাপান থেকে আগামী ২৩ এপ্রিল দেশে এসে পৌঁছাবে। তবে যেহেতু জাহাজে আসবে তাই সাগর পরিস্থিতির ওপর এর পৌঁছানোর সময়টা নির্ভর করছে। এটি হবে আমাদের প্রথম শিপমেন্ট।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ