এনামুল হাসান: পবিত্র কুরআনুল কারীমের ২২ পাড়ার হাফেজ মো. রাফী উছমানী। বয়স ১৪ বছর। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দিগদাইর আরামবাগ নূরে-হেরা কওমি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারী মো. জাকারিয়ার ছেলে।
দিগদাইর আরামবাগ হাফেজিয়া মাদরাসা থেকে গত ১ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে হারিয়ে যায় সে।এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে নেত্রকোনার কেন্দুয়া থানায় জিডি করা হয়েছে। যার নং- ৪৫৯/২১।
জানা গেছে, মো. রাফী উছমানী হারিয়ে যাওয়ার পর থেকে মাদরাসা শিক্ষক বাবা কারী মো. জাকারিয়া ও জনমদুখিনী মা কেঁদে যাচ্ছেন। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে তাদের চোখের পানি। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের ২২ পাড়ার হাফেজ মো. রাফী উছমানীর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে।
মো. রাফী উছমানীর পূর্ণ ঠিকানা: গ্রাম: দিগদাইর, পোস্ট ও থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোনা। মোবাইল নম্বর: 01707507533