বেলায়েত হুসাইন।।
পবিত্র কাবার গিলাফের পরিচ্ছন্নতা, চাকচিক্য ও উজ্জ্বলতা ধরে রাখতে চালু রয়েছে এক বিশেষ ব্যবস্থা। বছরের নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে সুন্দরভাবে কাবা শরিফের গিলাফ পরিস্কার করা হয়। পবিত্র দুই মসজিদ-প্রশাসন (আল হারামাইনিশ শরিফাইন প্রেসিডেন্সি) এ কাজের পরিচালনা ও তদারকি করে।
কাবাগৃহের গিলাফ পরিচ্ছন্ন কমিটির ইনচার্জ ফাহাদ আল জাবেরি জানান, কিসওয়া (গিলাফ) দেখভালের জন্য হারামাইন প্রেসিডেন্সি একটি আলাদা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। এ প্রতিষ্ঠানের তত্ত্ববধানে বিশেষ টিম সময় অনুযায়ী কাবার কিসওয়া সংশোধন, মেরামত ও পরিচ্ছন্নতার কাজ আঞ্জাম দেয়।
তিনি আরো বলেন, নিয়ম মতো প্রতিদিন কাবা শরিফের গিলাফ অন্তত একবার পরিদর্শন করা হয়। পরিদর্শক টিমের সদস্যের কয়েকজনের ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঝড়ো হাওয়া ও তীব্র বাতাসের পরও বিশেষত কাবার গিলাফ নিরিক্ষা করা হয়। চারপাশের বন্ধন ঢিল হয়ে গেলে সেগুলো আবার শক্ত করে বাঁধা হয়। একইসঙ্গে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়েমেনিও নিয়মিত সাফ করা হয়। টিমের সব সদস্য একসঙ্গে কাজ শুরু করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পরিচ্ছন্নতার কাজ সমাপ্ত হয়। সূত্র: সাবাক
-এটি