কাউসার লাবীব: জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর বিশিষ্ট খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে বাঘিবাড়ী,মনোহরদী, নরসিংদীতে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ২৮তম ইসলাহী ইজতেমা।
ইসলাহি এ ইজতেমার আয়োজন করছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী। ইজতেমাটি চলবে আগামী ৩১ জানুয়ারি রোববার পর্যন্ত।
তিন দিনব্যাপী এ ইসলাহি ইজতেমায় আলোচনা করবেন, আল্লামা ড. মুশতাক আহমাদ, শাইখুল হাদীস আল্লামা সাজিদুর রহমান সাহেব বি- বাড়িয়া, আল্লামা ড. খলীলুর রহমান আল আযহারী কিশোরগন্জ, আল্লামা মুফতী দেলোয়ার হোসাইন ঢাকা, মাওলানা ইয়াহিয়া মাহমুদ , মুফতী মিযানুর রহমান সাঈদ ঢাকা, মুফতী বশীরুল্লাহ কাসেমী ঢাকা , মুফতী আরীফুল ইসলাম জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা, মাওলানা হাবীবুর রহমান মিসবাহ ঢাকা, মুফতী আবূ যার, মুফতী ফয়সাল উমর, মুফতী সাইফুল ইসলাম, মুফতী ইলিয়াস আফতাবনগর ঢাকা।
এছাড়াও আরো দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলোচনা করবেন।
ইজতেমাটি পরিচালনা ও উপস্থাপনায় আছেন - মাওলানা মুফতী লোকমান হাকিম , মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতী ফয়জুল্লাহ কাসেমী।
প্রসঙ্গত, উক্ত বার্ষিক ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাঁদেরকে, অজু-গোসল, পাক- নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ, মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হয়।
৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত রয়েছেন। যারা সাধারন মুসুল্লিদেরকে আন্তরিকভাবে বিভিন্ন মাসলা- মাসায়েল শিক্ষা দিয়ে থাকেন। ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী সাহেব ইজতেমার উদ্দেশ্য সম্পর্কে বলেন - সাধারণ মানুষের মাঝে উজু- গোসল, মাসলা- মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।