শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন

আজ থেকে শুরু হলো বাঘিবাড়ী মাদরাসার ২৮তম ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর বিশিষ্ট খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে বাঘিবাড়ী,মনোহরদী, নরসিংদীতে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ২৮তম ইসলাহী ইজতেমা।

ইসলাহি এ ইজতেমার আয়োজন করছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী।  ইজতেমাটি চলবে আগামী ৩১ জানুয়ারি রোববার পর্যন্ত।

তিন দিনব্যাপী এ ইসলাহি ইজতেমায় আলোচনা করবেন,  আল্লামা ড. মুশতাক আহমাদ, শাইখুল হাদীস আল্লামা সাজিদুর রহমান সাহেব বি- বাড়িয়া, আল্লামা ড. খলীলুর রহমান আল আযহারী কিশোরগন্জ, আল্লামা মুফতী দেলোয়ার হোসাইন ঢাকা, মাওলানা ইয়াহিয়া মাহমুদ , মুফতী মিযানুর রহমান সাঈদ ঢাকা, মুফতী বশীরুল্লাহ কাসেমী ঢাকা , মুফতী আরীফুল ইসলাম জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা, মাওলানা হাবীবুর রহমান মিসবাহ ঢাকা, মুফতী আবূ যার, মুফতী ফয়সাল উমর, মুফতী সাইফুল ইসলাম, মুফতী ইলিয়াস আফতাবনগর ঢাকা।

এছাড়াও আরো দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলোচনা করবেন।

ইজতেমাটি পরিচালনা ও উপস্থাপনায় আছেন - মাওলানা মুফতী লোকমান হাকিম , মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতী ফয়জুল্লাহ কাসেমী।

প্রসঙ্গত, উক্ত বার্ষিক ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাঁদেরকে, অজু-গোসল, পাক- নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ, মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হয়।

৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত রয়েছেন। যারা সাধারন মুসুল্লিদেরকে আন্তরিকভাবে বিভিন্ন মাসলা- মাসায়েল শিক্ষা দিয়ে থাকেন। ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী সাহেব ইজতেমার উদ্দেশ্য সম্পর্কে বলেন - সাধারণ মানুষের মাঝে উজু- গোসল, মাসলা- মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ