আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ ১০ মাস ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকেই করেছেন মন্ত্রিপরিষদের বৈঠকের সভাপতিত্ব। কিন্তু দীর্ঘ সময় পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে উপস্থিত হয়ে সভাপতিত্ব করলেন তিনি।
আজ সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন পর সশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন।
সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব অংশ নিয়েছিলেন।
-এটি