আওয়ার ইসলাম: বিতর্কিত হিমালয় সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কিছু সেনা আহত হয়েছে।
আজ সোমবার (২৫ জানুয়ারি) সামরিক সূত্রের বরাতে বিবিসি এমন খবর প্রকাশ করেছে।
ছয় মাস আগে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। পরে গত সপ্তাহে আবার তারা সংঘাতে জড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে, সিকিম রাজ্যের নাকুলায় গত সপ্তাহের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, সিকিমে ইন্দো-চীন সীমান্তে দু'দেশের সেনাদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে, ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনারা। সংঘর্ষের ঘটনায় চীনে বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও চীনের পক্ষ তা স্বীকার করা হয়নি। অন্যদিকে, সংঘর্ষে ভারতীয় জওয়ানদেরও কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ জানুয়ারি ভারত ও চীনের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। প্রটোকল মেনে এই পরিস্থিতি সমাধান করেছেন স্থানীয় কমান্ডাররা।
উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ মেটাতে রোববার (২৪ জানুয়ারি) ভারত-চীন কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সেই বৈঠক সোমবার রাত আড়াইটায় শেষ হয়।নবম পর্যায়ের বৈঠকের সময় সিকিম সীমান্তে ভারত-চীন সেনা জওয়ানদের সংঘর্ষের ঘটনা দু'দেশের সম্পর্কে নতুন মোড় নিল বলে অনেকে মনে করছেন।
-এটি