সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আধুনিক স্থাপত্যশৈলীতে আর প্রকৃতির কোলে নির্মিত আম্বার ডেনিম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মসজিদের শহর ঢাকার উত্তর পাশে আম্বার ডেনিম মসজিদ অবস্থিত। আধুনিক দিনের আধুনিক মসজিদের কথা বলতে গেলে এই মসজিদটির কথা বলতেই হয়। আম্বার ডেনিম মসজিদটি নির্মাণ করেন আর্কিগ্রাউন্ড নামের সাত বছর আগে প্রতিষ্ঠিত ঢাকার একটি ফার্ম। এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০১৬ সালে।

মসজিদটির দেয়ালগুলো কংক্রিট ব্লকের তৈরি, দেখতে অনেকটা অ্যাজটেক পিরামিডের মত মনে হতে পারে। মসজিদটিকে গরমের সময় গরমের হাত থেকে রক্ষা করার জন্য রয়েছে অসংখ্য ছোট ছোট খাই। আবার বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য ১৮ ফুট উপরে ছাদে একধরণের বিশেষ ছাতা রয়েছে, যেটা বর্ষা শুরু হলে আপনা-আপনিই খুলে যায়।

আম্বার ডেনিম গার্মেন্টস ফ্যাক্টরীর ছোট একটি জায়গা নিয়ে নামাজের স্থান তৈরি করা হয়েছিল। মসজিদটি মূলত কিছু জিনিসের পুনঃব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে। মসজিদটি তৈরির মাত্র একবছর আগেও এটি ছিল খোলা আকাশের নিচে কিছু বাঁশ, খুঁটি দিয়ে তৈরি অতি সাধারণ একটা নামাজের জায়গা মাত্র। কিন্তু নির্মাণ কাজ শেষ হতে না হতেই হয়ে গেল সেটি বাংলাদেশের অন্যতম সেরা মসজিদগুলোর একটি।

আম্বার ডেনিম মসজিদের অন্যতম স্থপতি জনাব জুবায়ের হাসান বলেন, “আমরা আমাদের আবহাওয়ার উপযোগী একটা মসজিদ তৈরি করতে চাচ্ছিলাম। মসজিদটিতে কোন জানালা বা দরজা কিছুই নেই। তারপরও মসজিদের সব জায়গাতেই শুধু আলো আর আলো।” তিনি আরও বলেন, মানুষ এখন নিজেরাই নিজেদের উপযোগী মসজিদ তৈরি করছে, এটা আসলেই একটা ভালো দিক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ