আব্দুল্লাহ আফফান: গল্প পড়তে, শুনতে সবাই ভালোবাসে। গল্পে-গল্পে শিক্ষা দেয়া নতুন কিছু নয়। দাদা-নানা নাতিদের গল্পের ছলে বড়দের শ্রদ্ধা করা, মিথ্যা কথা না বলা, বন্ধু বা সমবয়সীদের কষ্ট না দেয়াসহ নীতি-নৈতিকতার শিক্ষা।
কিশোর বয়সে গল্পের প্রভাব আরো বেশি যা তাদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথের দিশা দিতে কিশোর বয়স থেকে বিনোদনের পাশাপাশি দিতে হবে নৈতিক শিক্ষা।
ইসলামী গল্প সিরিজের প্রতিটি বইতে আছে একগুচ্ছ নৈতিকতার গল্প যা আপনার কিশোর বয়সী সন্তানের চরিত্র গঠনের উত্তম হাতিয়ার হবে ইনশাআল্লাহ্।
মাওলানা মুহাম্মদ ইলিয়াছের লেখা ইসলামী গল্প সিরিজের প্রতিটি বইতে আছে একগুচ্ছ নৈতিকতার গল্প। যা আপনার কিশোর বয়সী সন্তানের চরিত্র গঠনের উত্তম হাতিয়ার হবে।
বই: ইসলামী গল্প সিরিজ (১-৫)খণ্ড
লেখক: মাওলানা মুহাম্মদ ইলিয়াছ
বিশেষ প্যাকেজের মূল্য: ২৫০
বিশেষ প্যাকেজটি পেতে রকমারির এই লিঙ্কে যান। https://www.rokomari.com/.../islami-golpo-series--1-5...।