আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত জাতীয় দলের দুই ক্রিকেটার এবং একজন সাবেক ক্রিকেটার।এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তাদের পরিবার।আক্রান্তরা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিস্টার ফিফটিখ্যাত হাবিবুল বাশার, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক । কয়েক মাস আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
মুমিনুল স্বস্ত্রীক করোনায় আক্রান্ত। তবে কোনো জটিল উপসর্গ না থাকায় মাহমুল্লাহ ও মুমিনুলের তেমন কোনো ভয় নেই। তেমন আশঙ্কা নেই মিস্টার ফিফটিকে নিয়েও।এমনটিই জানিয়েছে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র।
মাহমুদউল্লাহর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা টেস্ট করান তিনি। করোনার কোনো উপসর্গ না থাকলেও দুবার নমুনা পরীক্ষা করিয়ে দুবারই ফল পজিটিভ আসে তার। ফলে আপাতত পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা নিয়েও সংশয় আছে। আর মুমিনুলের খেলা হচ্ছে না বঙ্গবন্ধু ২০টি কাপ।
-কেএল