মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আলিয়া মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ আজ ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার  ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: শায়খ আহমাদুল্লাহ  মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবদলের ২ নেতা মার্সেলের ৪ কোটি টাকা আত্মসাৎকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার    বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার : প্রেস সচিব ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জামায়াতের প্রতিবাদ জনসভা করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে ৭২ ঘণ্টা আগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

লেখকপত্রের ৬ষ্ঠ সংখ্যা এখন বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখা ও লেখকের কথা নিয়ে যাত্রা শুরু করা ব্যতিক্রমধর্মী সাময়িকী লেখকপত্রের ৬ষ্ঠ সংখ্যা প্রকাশিত হয়েছে। পত্রিকাটির অক্টোবর-ডিসেম্বর ২০২০ সংখ্যা এখন বাজারে।

২০১৯ সালের এপ্রিল থেকে যাত্রা শুরু করা লেখকপত্র প্রতি তিন মাস অন্তর অন্তর প্রকাশিত হয়। লেখকদের জন্য বিশেষায়িত এই পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। আর নির্বাহী সম্পাদক হিসেবে আছেন লেখক ও কবি মুনীরুল ইসলাম।

লেখকপত্রের চলতি সংখ্যায় ড. আ ফ ম খালিদ হোসেনের দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার ছাপা হয়েছে। সদ্য মারা যাওয়া আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর লেখালেখির ওপর রয়েছে একটি প্রবন্ধ। লেখালেখি নিয়ে মুফতি মুবারকুল্লাহর সাক্ষাৎকার, আইয়ুব বিন মঈনের লেখক হয়ে ওঠার গল্প, মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে একটি লেখা, লিয়াকত আমিনী ও মৃধা আলাউদ্দিনের লেখালেখির স্মৃতি স্থান পেয়েছে চলতি সংখ্যায়।

শক্তিমান কথাসাহিত্যিক আবদুল আজিজ আল আমানের জীবন ও কর্মের ওপর একটি লেখা প্রকাশিত হয়েছে। তারুণ্যের ভাবনায় স্থান পেয়েছেন মাসউদুল কাদির ও তামিম রায়হান। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন শামীম আহমদ। প্রকাশনা শিল্পে করোনার ধাক্কা নিয়ে রয়েছে ফিচার। মাকতাবাতুল আযহারের মাওলানা ওবায়দুল্লাহ আজহারী সাক্ষাৎকার দিয়েছেন প্রকাশক হিসেবে। এছাড়া নিয়মিত বিভাগগুলো তো রয়েছেই।

যেখানে পাওয়া যাবে: আগ্রহীরা লেখকপত্র সংগ্রহ করতে পারবেন বায়তুল মোকাররমের হাবিবিয়া বুক ডিপো, দারুত তাযকিয়া ও পরিপাটি থেকে। বাংলাবাজারের দারুল উলূম লাইব্রেরি এবং মধ্যবাড্ডার মাকতাবাতুস সাঈদে পাওয়া যাবে লেখকপত্র। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত এজেন্টদের কাছ থেকেও সংগ্রহ করা যাবে পত্রিকাটি। আগ্রহীরা ০১৯৭৬৬৬৮৯০৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ