আব্দুল্লাহ আফফান: ফ্রান্সে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করার কথা রয়েছে। এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন আল্লামা নূর হোসাইন কাসেমী, প্রধান অতিথি হিসেবে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন।
আজ শনিবার ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে আগামী সোমবারের কর্মসূচি বাস্তবায়নে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে- ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপে ৭জন প্রতিনিধি থাকবে। পয়েন্টগুলোর অধিনে এলাকাগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। ৮টি পয়েন্ট হলো- উত্তরা, বারিধারা, যাত্রাবাড়ি, কামরাঙ্গিচর, মোহাম্মদপুর, মিরপুর, সাভার, নারায়ণগঞ্জ।
আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর যুগ্মমহাসচিব মুফতি ফয়জুল করীম কাসেমী।
ফ্রান্সের এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ সকল ধর্মপ্রম মুসল্লিদের ২ নভেম্বরের কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বার জানান তিনি।
আজকের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা খুরশিদ আলম কামেসী, আল্লামা জুনায়েদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুজিবুর রহমান হামেদী, মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, মুফতি শারাফত হোসাইন, মাওলানা শরিফুল্লাহ প্রমুখ।
-এএ