শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে মাসবুকও কি সালাম ফেরাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: একটি ভুল আমল : ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে কি মাসবুকও সালাম ফেরাবে?

যে ব্যক্তি ইমামের সাথে পুরো নামাজ পায়নি; বরং কিছু রাকাত ছুটে গিয়েছে তাকে বলে মাসবুক। কিছু মানুষকে দেখা যায়, ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে মাসবুক অবস্থায় তারাও ইমামের সাথে সালাম ফেরান। এটি একটি ভুল আমল।

নিয়ম হলো, মাসবুক ব্যক্তি ইমামের সাথে সাহু সিজদার জন্য সালাম ফেরাবে না; বরং সালাম ফিরানো ছাড়া শুধু সাহু সিজদায় শরীক হবে।

অবশ্য কখনো ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়ে ফেললে (কাজটি নিয়মসম্মত না হলেও) নামাজ ফাসেদ হবে না এবং নিজ নামাজ শেষে সাহু সিজদাও করতে হবে না। (দলীল: বাদায়েউস সানায়ে ১/৪২২; রদ্দুল মুহতার ২/৮২; হালবাতুল মুজাল্লী ২/৪৫২)

সূত্র: মাসিক আলকাউসার, মুহাররম ১৪৪২ (সেপ্টেম্বর ২০২০)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ