আন্দামান নওশাদ: আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এভাবে দোয়া করতেন। যার বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফিরলি খতিআতি, ওয়া জাহলি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া মা আংতা আ’লামু বিহি মিন্নি, আল্লাহুম্মাগফিরলি হাজলি, ওয়া জিদ্দি, ওয়া খতায়া, ওয়া আমাদি, ওয়া কুল্লু জালিকা ইংদি।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে।’ (বুখারি, হাদিস : ৬৩৯৯)
এমডব্লিউ/