হাসান সিদ্দিকী: মেহেদী পাতার ব্যবহার। একটি রুচিশীল সাজের মাধ্যম। আমাদের সমাজের অনেকেই মেহেদী ব্যবহার করে থাকেন। মেহেদী প্রধানত নারীরা ব্যবহার করেন বেশি। পুরুষরাও করেন। তবে নারীদের মেহেদী ব্যবহার নিয়ে কারও কোনো আপত্তি না থাকলেও পুরুষের ব্যাপারে অনেকেই আপত্তি করেন। প্রশ্ন করেন, পুরুষের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ কি?
এর উত্তর হলো, ইসলামি শরিয়তে মেহেদি ব্যবহারের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। পুরুষের জন্য মাথায় ও দাড়িতে মেহেদী ব্যবহার করা জায়েজ বরং মুস্তাহাব। আর হাতে ও পায়ে মেহেদী ব্যবহার করা জায়েজ নেই। কেননা এতে মহিলাদের সাথে সাদৃশ্যতা চলে আসে। তবে শরয়ী প্রয়োজন যেমন চিকিৎসা এজাতীয় ক্ষেত্রে হাতে-পায়েও মেহেদী ব্যবহার করা যাবে।
রেফারেন্স: রদ্দুল মুহতার- ৯/৬৯৬, ফাতাওয়া তাতারখানিয়া-১৮/২১০, মীরকাতুল মাফাতীহ- ৮/২৯৪, ফাতাওয়া মাহমুদিয়া- ১৯/৪৫৬, ফাতাওয়া হিন্দিয়্যাহ- ৫/৪১৪।
এমডব্লিউ/