শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাপড় পবিত্র করার সময় বিসমিল্লাহ পড়া কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: অনেক সময় পড়নের কাপড় অপবিত্র হয়ে যায়। কাপড় বিভিন্ন কারণে অপবিত্র হতে পারে। তবে এ অপবিত্র কাপড় পবিত্র করার সময় কি বিসমল্লিাহ পাঠ করতে হবে?

আগের যুগের মহিলারা সাধারণত এ বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। তারা বলেন, কাপড় পবিত্র করার জন্য তিনবার ধৌত করতে হবে এবং প্রতিবার বিসমিল্লাহ পড়তে হবে।

দারুল উলুম দেওবন্দের ফাতাওয়া বিভাগে এ নিয়ে চাওয়া হয়েছিলো একটি ফাতাওয়া। সেখানে জবাব দেয়া হয়েছে যে, কাপড় পবিত্র করার  জন্য বিসমিল্লাহ পাঠের কোনো প্রয়োজনীয়তা নেই। বরং কাপড়টি যদি তিনবার ভাল করে ধুয়ে ফেলা হয় এবং প্রতিবার ভালো করে নিংড়ানো হয় তাহলেই যথেষ্ট। কাপড় পবিত্র হয়ে যাবে। পুনরায় এ কাপড় দিয়ে নামাজসহ যে কোনো কাজে ব্যবহার করা যাবে।

দেওবন্দের ওয়েবসাইটে প্রদত্ত জবাবে দলীল হিসেবে বলা হয়, কাপড় পবিত্র করা সময় বিসমিল্লাহ পাঠ কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়।

সূত্র: دارالافتاء ، দারুল উলূম দেওবন্দ এর ওয়েবসাইট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ