আওয়ার ইসলাম: অসুস্থতার কারণে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় শিনজো অ্যাবে নির্ধারিত সময়ের এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পরার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।
শিনজো অ্যাবে বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত শিনজো অ্যাবের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে এক বছর তিনদিন আগে দায়িত্ব ছাড়লেন তিনি।
২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শিনজো অ্যাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী।
-এএ