আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, খতিবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহসানুল মুনাজির, শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ। বর্তমানে পিজি হাসপাতালের ডাক্তার জাহিদ আমীনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন।
জানা যায়, ব্রেইন স্ট্রোক করায় স্মৃতিভ্রম ও চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে এ সব সমস্যার জন্য উচ্চতর চিকিৎসায় ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। চোখের সমস্যার জন্য বারডেম, ইসলামীয়া ও বাংলাদেশ আই হাসপাতালে তার একাধিক অপারেশন হয়েছে|
আল্লামা সুলাইমান নোমানী দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন|
তিনি ১৯৬৪ সাল থেকে দেশে কুরআন হাদিসের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন| বর্তমানে তিনি প্রায় ১৫-২০ মাদরাসায় শাইখুল হাদিসের পদে অধিষ্ঠিত| ৪২ বছরের অধিক সময় যাবত সর্বোচ্চ হাদিস গ্রন্থ সহিহ বুখারীর দরস দিয়ে আসছেন|
তিনি কামরাঙ্গীরচর নূরিয়া, আজিমপুর মাদরাসা, মুসলিমবাগ মাদরাসা, মিরপুর জামেউল উলুম , সাভার ব্যাংক কলোনী মাদরাসাসহ অসংখ্য মাদরাসায় বুখারি পাঠদান করেন এবং গাজীপুর জেলার টংগী বাজার কেন্দ্রীয় মসজিদে প্রায় ৩০ বছর যাবত খতিবের দায়িত্বে আছেন|
-এএ