আওয়ার ইসলাম: মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য (লক্ষ্মীপুর-২) মোহাম্মাদ শহীদুল ইসলাম পাপুলকে আরো এক মাস কারাগার রাখার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ৫ বার পাপুলের আটকাদেশ বাড়ানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) কুয়েতের সুপ্রিম কোর্টে আটকাদেশ পুনর্বিবেচনাবিষয়ক বিচারকের চেম্বারে হাজির করা হলে বিচারক তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
এর মধ্যে অবশ্য মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহর আটকাদেশ আগামী দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। অভিযুক্ত তিন কুয়েতি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সহিদ ইসলামের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে অনৈতিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ৬ জুন কুয়েতে আটক হন পাপুল। সর্বশেষ ৯ আগস্ট তাকে আরো দুই সপ্তাহ অর্থাৎ ২৩ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এর আগে কয়েকবার আটকাদেশ দুই সপ্তাহ করে বাড়ানো হয়েছে।
-এএ