আওয়ার ইসলাম: ইসরায়েলের কেন্দ্রীয় শহর ইয়াভনের কাছে খননকাজের সময় ইসলামের প্রথম যুগের স্বর্ণমুদ্রার একটি সংগ্রহের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। খবর এপির।
আজ সোমবার ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের প্রত্নতাত্ত্বিক লিয়াত নাদভ-জিভ এবং এলি হাদ্দাদ এক যৌথ বিবৃতিতে জানান, ৪২৫টি সম্পূর্ণ স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেছে, যা প্রায় ১১০০ বছর আগের আব্বাসীয় সময়কালের। এটি ‘অত্যন্ত বিরল’ এক সন্ধান।
যুব স্বেচ্ছাসেবকদের খুঁজে পাওয়া এ সংগ্রহে স্বর্ণমুদ্রার কয়েকশ ছোট ভাঙা অংশও রয়েছে। পুরাকীর্তি কর্তৃপক্ষের মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল বলছেন, প্রাথমিক বিশ্লেষণে মুদ্রাগুলো নবম শতাব্দীর শেষের দিকের বলে ইঙ্গিত দেয়, যাকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলে বিবেচনা করা হয়। তখন তারা নিকটপ্রাচ্য এবং উত্তর-আফ্রিকার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করত। ইসরায়েলে প্রাচীন মুদ্রার সন্ধানের মধ্যে এটি বৃহত্তম আবিষ্কার।
-এটি