শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হারামাইন পরিচালনা কমিটিতে যুক্ত হলো ১০ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারামাইনের (মসজিদে হারাম ও মসজিদে নববি) পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরব নিউজ জানায়, হারামাইন কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে হারাম ও মসজিদে নববির নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং তদারকিসহ সব পর্যায়ে দায়িত্ব পালন করবেন এই নারীরা।

এর আগে করোনাভাইরাসের মধ্যেই সদ্য সম্পন্ন হওয়া হজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেছে সৌদি নারী পুলিশ। সেই ধারাবাহিকতায় এবার পৃথিবীর শ্রেষ্ঠ দুই মসজিদ পরিচালনায় দেখা যাবে নারীদেরকে। এটিকে সৌদি নারীদের জন্য অসামান্য সম্মান বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

হারামাইনের বিবৃতিতে আরো বলা হয়, নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ক্ষেত্রেই এটা অতীব জরুরি। এতে করে সার্বিকভাবে অর্থনীতি ও উন্নয়নে একটা ইতিবাচক প্রভাব পড়ে। তাছাড়া দুই প্রধান মসজিদে আসা অর্ধেকই নারী। সেই নারীদের ভালোমন্দ, প্রয়োজন-অপ্রয়োজন একজন নারীর পক্ষেই ভালো করে উপলব্ধি করা সম্ভব। এই সিদ্ধান্ত কার্যকরের মধ্যে দিয়ে মসজিদ দুটিতে আসা নারীরাও এখন থেকে স্বাচ্ছন্দবোধ করবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ