সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


খাবারের মাধ্যমে করোনা ছড়ায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাবার মোড়কীকরণ কিংবা প্যাকেটজাত খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান বলেছেন, মানুষের খাবারকে ভয় পাওয়া উচিত নয়।

ভয় পাওয়া উচিত নয় খাবারের প্যাকেজিংকে কিংবা ডেলিভারি দেওয়া খাবারে। খাবার কিংবা ফুড চেনের মাধ্যমে করোনা ছড়ানোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এক্ষেত্রে মানুষের বাইরের খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করা উচিত। নিরাপদবোধ করা উচিত।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

সম্প্রতি চীনের দুটি শহর থেকে অভিযোগ উঠেছে যে ব্রাজিল ও ইকুয়েডর থেকে আমদানি করা খাবারে করোনার অস্বিস্ত্ব পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে এ কথা জানাল ডব্লিওএইচও।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ