সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

‘আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নিষ্ঠাবান, দক্ষ ও সফল দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে  অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

সেখানে থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য দিয়েছেন আবুল কালাম আজাদ। নিজের প্রশংসা করে তিনি বলেন, আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা। তারপরও দায়িত্বে থাকাকালে আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার হয়েছে।

‘এক পর্যায়ে বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করেছি। কারণ আমার কাছে পদ নয়, সম্মানটাই বড়। আমি দায়িত্বে থাকা অবস্থায় স্বাস্থ্যখাতে কিছু দুর্নীতি হয়েছে। দুদক সেসব বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাদেরকে জানিয়েছি। এরপরও যখন এ ব্যাপারে তারা সাহায্য চাইবে, আমি প্রস্তুত আছি। আমি চাই, দুর্নীতির বিচার হোক।’

দুদক সূত্রে জানা গেছে, দুই বিষয়ে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে করোনাকালীন দুঃসময়ে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় তার পরোক্ষ ‘সম্মতি’ সম্পর্কে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ হলো, এই দুর্নীতি সম্পর্কে জেনেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেননি। আগামীকাল বৃহস্পতিবারও তাকে দুদকে ডাকা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ