বেলায়েত হুসাইন ।।
পড়া ও লিখা কোনটাই পারেননা। শুধু মশক করে ও কারীদের অডিও তিলাওয়াত শুনে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ করেছেন সৌদি আরবের ৬৮ বছরের এক নারী। এতে তার সময় লেগেছে অন্তত ২৫ বছর।
স্থানীয় সময় গতকাল সোমবার (৪ আগস্ট) সৌদি গণমাধ্যম সাবাক জানিয়েছে, এই নারী সৌদি আরবের আফলাজ জেলার বাদি অঞ্চলে বসবাস করেন।
বিস্তারিত খবরে জানানো হয়, শৈশব থেকেই হাফেজা হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু নানা প্রতিকূলতা তার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে, তবে এতে সে নিবৃত হয়নি; বরং আজ থেকে ২৫ বছর আগে তিনি আফলাজের 'তাহফিজুল কোরআন সোসাইটি'র তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসা মাইমুনায় ভর্তি হন এবং শত ব্যস্ততা ও বাধা ডিঙিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে কোরআনের হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করেন।
সৌদির এই নারীর সফলতা অনেককে আশার আলো দেখাচ্ছে; এই বয়সেও এতো মেহনত করে হিফজ সম্পন্ন করায় তাকে আদর্শ মনে করছেন অনেকে। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন। সূত্র: সাবাক
-এটি