শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মুমিন ধোঁকা দেয় না; ধোঁকা খায় না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা রায়হান।।

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি প্রশংসার হক্বদার, অনাদি ও অনন্ত। তিনি সত্যবাদীকে পুরস্কৃত করবেন এবং প্রতারক ও মিথ্যাবাদীকে শাস্তি দেবেন; যা তাঁর সুচিন্তিত ও ইনসাফপূর্ণ ভিত্তিতে স্থিরকৃত। সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, আরও সাক্ষ্য দিচ্ছি- মুহাম্মদ সা. তাঁর বান্দা ও রাসূল। তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব। তাঁর প্রতি অসংখ্য দরূদ ও সালাম।

মানুষের মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, যা নিন্দনীয় ও গর্হিত যেমন প্রতারণা, মিথ্যাচার, গীবত, ওয়াদা খিলাপ, মুনাফিকি ইত্যাদি।

প্রতারণা একটি মারাত্মক রোগ। নিজের ভিতরে লুকিয়ে থাকা অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য মানুষ তার নোংরা মস্তিস্ক দিয়ে বিভিন্ন চিন্তা-ভাবনা সাজিয়ে শিকারকে ঘায়েল করে। নিজের উদ্দেশ্য ও গোপন কু-ইচ্ছা পূরণের জন্য যারা এধরণের প্রতারণার কাজে নিজেদের জড়ায় তাদেরকে প্রতারক বলে।

প্রতারণা বা কৌশলে অন্যকে ঠকানো কবিরা গুনাহ তথা হারাম। বর্তমানে মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণা আর প্রতারকের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ ও সৎ মানুষের জন্য হুমকি স্বরুপ। প্রতারকরা নিজের ঘর থেকেই প্রতারণা শুরু করে। এই প্রতারণা হরেকরকম হতে পারে।

ইসলামে ধোঁকা ও প্রতারণার কোনো স্থান নেই। কোনো মুসলমান ধোঁকা দিতে পারে না। ধোঁকা মুনাফিকের স্বভাব। আল্লাহতায়ালা পবিত্র কুরআন কারিমে প্রতারণার জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। হজরত রাসুলুল্লাহ সা.-এর সময় মুনাফিকরা মুখে মুখে বলত আমরা আল্লাহকে, আল্লাহর রাসুলকে এবং কুরআনকে মানি, কিন্তু তারা বাস্তবে তা মানত না।

যার ফলে আল্লাহ তায়ালা এই আয়াত নাজিল করেন- ‘এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করি। প্রকৃতপক্ষে তারা বিশ্বাস করেনি, তারা আল্লাহকে ও মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। (সত্য কথা এই যে) তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। এবং তাদের এই বিষয়ে কোনো উপলব্ধি নেই।’ (সূরা বাক্বারা: ৮,৯)

অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন- ‘তারা যদি তোমাকে ধোঁকা দিতে চায়, তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তিনিই নিজ সাহায্যে মুমিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন।’ (সূরা আনফাল: ৬২)

নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তারা কুফরের পার্থিব পরিণতি থেকে রক্ষা পেয়েছে। অথচ আখেরাতে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে।

বর্ণিত আয়াতসমূহে আল্লাহতায়ালা ধোঁকাবাজদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আপাতদৃষ্টিতে মনে হয় তারা মুখের কথার মাধ্যমে আল্লাহ ও মুমিন বান্দাকে ধোঁকা দিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকার শিকার হয়েছে। কারণ এধোঁকার পরিণাম তাদের জন্য অশুভ হবে। তারা মনে করেছে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তারা কুফরের পার্থিব পরিণতি থেকে রক্ষা পেয়েছে। অথচ আখেরাতে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে।

নবি করিম সা. ধোঁকা ও প্রতারণাকারী সম্পর্কে কঠোর বাক্য উচ্চারণ করেছেন। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন, ধোঁকাবাজ ও প্রতারণাকারী জাহান্নামে যাবে। (বায়হাকি)

যারা আল্লাহতায়ালা, নবি আলাইহিস সালাম ও মুমিনদের ধোঁকা দেবে তারাই কঠিন শাস্তির সম্মুখীন হবে। প্রত্যেক মুসলমানের উচিত অন্তরে মজবুত ঈমান লালন করা, ঈমানের কথা প্রকাশ করা ও সে অনুযায়ী আমল করা।

আমাদের মনে রাখতে হবে, মুখে এক কথা আর অন্তরে অন্যকথা কথা এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্যই হলো সে কখনও ধোঁকা দেবে না এবং ধোঁকার শিকার হবে না। যুগে যুগে ধোঁকাবাজ ছিল, এখনও আছে। কিন্তু ইচ্ছে করে কারো সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না, এমনকি ঠাট্টাচ্ছলেও না।

প্রত্যেক মুমিনের প্রতিজ্ঞা হওয়া দরকার- ধোঁকা দেবো না, ধোঁকায় পড়বো না। আমরা যে সমাজে বাস করি সেখানে সর্বত্রই ভেজালের ছড়াছড়ি। ধোঁকা প্রতারণার জাল বিস্তার করছে সর্বত্র। কে কাকে ঠকাবে সে চিন্তায় ব্যস্ত সবাই। এ কথাগুলো অস্বীকার করার মতো নয়। কেউ অবিশ্বাস করতে পারবে না এ বাস্তবতা।

অথচ মুসলমানদের আদর্শ এটা নয়, আমাদের নবীজীর আদর্শ এটা নয়। রাসূলুল্লাহ সা. বলেছেন, মুমিন কখনো এক গর্তে দু’বার পা দেয় না।’ তিনি আরও বলেছেন, ‘মুমিন কাউকে ধোঁকা দেয় না এবং ধোঁকা খায় না’। ধোঁকা মুসলমানদের আদর্শ নয়।

চলমান সমাজকে যদি শান্তিময় ও সুখময় করতে হয়, যদি শান্তির অনাবিল নীড় গড়তে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ধোঁকা-প্রতারণা ও ভেজাল ছাড়তে হবে। তাবেই সমাজ স্বচ্ছ, সুন্দর ও কল্যাণময় হয়ে ওঠবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তাওফিক্ব দান করুক। আমীন।

লেখক:- শিক্ষার্থী, জামিয়া দারুল উলূম কানাইঘাট,সিলেট।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ