সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>
সারাদেশের সকল কওমি মাদ্রাসাগুলো বন্ধ থাকায় এ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না দীর্ঘ প্রায় চার মাস যাবৎ। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় মাদ্রাসাগুলোর আয়ের উৎসগুলোও বন্ধ হয়ে গিয়েছিল।
সেসকল শিক্ষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড বেফাক একটি সাধারণ তহবিল গঠন করেছিল। দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে সেই তহবিল থেকে এবার ৩ কোটি টাকা যাচ্ছে সাময়িক অসুবিধায় পড়া শিক্ষকদের কাছে।
এ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, আল হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান ও বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস।
বেফাক মহাসচিব বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী শিক্ষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটি সাধারণ তহবিল গঠন করেছিলাম। আমাদের সেই তহবিলের সর্বমোট ৩ কোটি টাকা। সেই তহবিল থেকে আমরা বাছাইকৃত শিক্ষকদের জন্য টাকা পাঠাবো।
টাকা বন্টন এবং পৌঁছানোর জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। আশা করি কিছুদিনের মধ্যেই তারা শিক্ষকদের মাঝে সম্মাননা পৌঁছে দিতে পারবেন।
ওআই/আবদুল্লাহ তামিম