শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

১৫০ টাকার আদা ২৫০ টাকা বিক্রি, ২০ হাজার জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

রমজান মাস এলে এক শ্রেণির অসাধু ব্যবসায়িরা সিন্ডিকেট গড়ে তোলেন। দ্রব্যমূল্য বাড়িয়ে দেন বিভিন্ন অজুহাতে। মানুষের দুর্ভোগ, সরকারি নানা পদক্ষেপ ও আইন প্রয়োগ করেও তাদের থামানো যায় না। মৌলভীবাজারে শ্রীমঙ্গল সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী মেসার্স প্রাণ গোপাল বানিজ্যালয়কে ১৫০ টাকার আদা ২৫০ টাকা দামে বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-৯ এর গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল আমিন হোসেন। র‍্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস দল এ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন।

বাজারের আশপাশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে র‍্যাব-৯ এর কমান্ডার মো.আনোয়ার হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের আরও সহনশীল আচরণ করা উচিত। ব্যবসায়ীদের অনেক সুযোগ আছে ন্যায্য মূল্য ঠিক রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা মোটেও ঠিক না এবং এটা কেউ সহ্য করবে না।

র‍্যাব কমান্ডার তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ীদের কাছে প্রত্যাশা করি, অন্তত রমজান মাসের পবিত্রতা ও সম্মান রেখে চলমান রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখুন। এক দিকে মানুষের বিপদ, আর বিপদকে পুঁজি বানিয়ে মানুষকে জিম্মি করা, সিন্ডিকেট গড়ে তুলে প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া কাম্য নয়। এগুলো রমজানের শিক্ষার বিপরীত কাজ।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর