মুহাম্মদ বিন ওয়াহিদ ।।
করোনা কালের সংকটময় পরিস্থিতির মধ্যেই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েগেছে।
আজ রোববার (২৬ এপ্রি) ভোররাতে এ ঘটনা ঘটে।
ঘটনার ব্যাপারটি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, অগ্নিকাণ্ডে অন্তত ১৪ টি দোকান পুড়ে গেছে এবং সবগুলো দোকানই ছিল অভিবাসী রোহিঙ্গাদের।
তিনি আরও বলেন, ক্যাম্পের রোহিঙ্গারা যখন রমজানের সাহরি তৈরিতে ব্যস্ত ছিল, তখনই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, আগুন কীভাবে লেগেছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
-এটি