আওয়ার ইসলাম: ফেনীর দাগনভূঞায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৬ এপ্রিল) ভোরে দাগনভূঞার নামার বাজার ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চার নম্বর রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে।
পৌর মেয়র ওমর ফারুক খান গণমাধ্যমকে বলেন, ‘নিহত ব্যক্তি দাগনভূঞা বাজারের শহিদ মার্কেটের সামনে চা বিক্রি করতেন। তিনি গত কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল বলে পরিবার জানিয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, নিহতের বাড়িতে গিয়ে জানা গেছে তিন দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাড়িটিসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
-এএ