আওয়ার ইসলাম: প্রতিদিনই দেশে আক্রান্ত হচ্ছে নতুন নতুন জেলা। তবে এখন পর্যন্ত দেশের চারটি জেলায় প্রাণঘাতী এই ভাইরাস পৌঁছায়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে।
আজ শনিবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে সবশেষ তথ্য তুলে ধরার সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় আক্রান্ত হয়েছে আরও দুটি জেলা। জেলা দুটি বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর।
আর এখন পর্যন্ত করোনার ভয়াল থাবা পৌঁছায়নি চারটি জেলায়; পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি এবং খুলনা বিভাগের ঝিনাইদহ ও সাতক্ষীরায়।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জন। নতুন ৩০৯ জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪,৯৯৮ জন।
আক্রান্তের দিক থেকে শীর্ষ চার জেলা ঢাকা ও এর পাশ্ববর্তী অঞ্চল। এর মধ্যে সবার ওপরে ঢাকা। দ্বিতীয়স্থানে আছে নারায়ণগঞ্জ। তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে কিশোরগঞ্জ ও নরসিংদী।
-এটি