শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

বাসায় বাসায় ইফতার পৌঁছে দিলেন এস এম আবুল কাশেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে নিজ এলাকা কাফরুলবাসীকে পবিত্র এই মাসের শুভেচ্ছা জানান তিনি।

সমাজসেবক জনদরদী এই নেতা বলেন- অন্যান্য রমজানে মসজিদে মসজিদে খতম তারাবি হতো,কিন্তু এবছর সেটাও সম্ভব হয়নি।

এলাকার একাধিক মসজিদে ইফতারির আয়োজন করতাম সেটাও পরিস্থিতির কারনে সম্ভব হচ্ছেনা। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী প্যাকেটিং তা পূর্ব পশ্চিম উত্তর শেওড়াপাড়া,পূর্ব পশ্চিম কাজিপাড়া,শামিম স্মরনী,ইবরাহীম পুর,সেনপাড়াসহ কাফরুলের বিভিন্ন এরিয়ার দুস্থ দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করেছি৷

দিনমজুরদের খাদ্য সামগ্রীর সহযোগিতার বিষয়টি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দিন এনে দিন খাওয়া মানুষগুলোর আয় উপার্জনের ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাওয়া এসব মানুষ যেন অনাহারে না থাকে এজন্য যথাসাধ্য আমার আশপাশ এলাকার লোকদের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এটা মূলত আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশটি অত্র এলাকার তৃনমূল পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করার একটি উদ্যোগ মাত্র।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম নিজ উদ্যোগে কয়েক পর্বে অন্তত ছয় হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্যপণ্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর