আওয়ার ইসলাম: বাংলাদেশে এখন পর্যন্ত ২৩৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে নরসিংদীতে জীবাণুনাশক ট্যানেল বসানো হয়েছে।
শুক্রবার নরসিংদী জেলা পুলিশ লাইন্স এবং পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশ পথে জীবাণুনাশক এই ট্যানেল বসানো হয়। এটি স্থাপন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
তিনি বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে পুলিশ সদস্যরা সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করছেন। এ জন্য তাদের সুরক্ষিত রাখতে জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। এখন থেকে ট্যানেলের ভেতর দিয়ে পুলিশ সদস্যরা প্রবেশ ও বাহির হওয়ার পর জীবাণুমুক্ত থাকবেন।
পর্যায়ক্রমে নরসিংদীতে অবস্থিত সকল ডেডিকেটেড করোনা হাসপাতালসহ পুলিশের প্রতিটি ইউনিটে জীবাণুনাশক এই ট্যানেল স্থাপন করা হবে বলে জানান তিনি।
ওই ট্যানেলে কোনো ব্যক্তি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে লেজার সেন্সরের মাধ্যমে জীবাণুনাশক সক্রিয় হয়ে যাবে। এরপর এটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করবে। এতে করে ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মরে যাবে। এ ছাড়া জুতায় থাকা ভাইরাসও দূর হয়ে যাবে।
-এএ