আওয়ার ইসলাম: এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশইন করার প্রতিবাদ করায় গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।
জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বিএসএফ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক পাগলকে বাংলাদেশে পুশইন করে। এ ঘটনা জানার পর স্থানীয়রা সেখানে প্রতিবাদ জানান। এক পর্যায়ে সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতর প্রবেশ করে রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে এক বিজিবি সদস্য ও আরো দুই জন আহত হন। তারা হলেন- বিজিবি সদস্য খোকন মিয়া (৩৫), বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার আবদুল আজিজ পেট্টু (৪৫) এবং আইনুল হক (৪০)।
আহতদের মধ্যে খোকন ও আইনুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আব্দুল আজিজের ডান হাতে ঢোকা রাবার বুলেট অপসারণ করতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা যায়।
আহত বিজিবি সদস্য বলেন, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক পাগলকে বাংলাদেশে পুশইন করে। এর আগেও তারা এ ঘটনা ঘটিয়েছে। আমরা বিষটি জানার পর বাংলাদেশের ভেতর থেকেই এর প্রতিবাদ করি। কিন্তু বিএসএফ সদস্যরা কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশে প্রবেশ করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমি ও আরও দুই জন আহত হয়।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান বাংলাদেশ বর্ডার গার্ডের এ সদস্য।
-এএ