শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

বিএসএফের গুলিতে বিজিবি সদস্যসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশইন করার প্রতিবাদ করায় গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।

জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বিএসএফ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক পাগলকে বাংলাদেশে পুশইন করে। এ ঘটনা জানার পর স্থানীয়রা সেখানে প্রতিবাদ জানান। এক পর্যায়ে সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতর প্রবেশ করে রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে এক বিজিবি সদস্য ও আরো দুই জন আহত হন। তারা হলেন- বিজিবি সদস্য খোকন মিয়া (৩৫), বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার আবদুল আজিজ পেট্টু (৪৫) এবং আইনুল হক (৪০)।

আহতদের মধ্যে খোকন ও আইনুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আব্দুল আজিজের ডান হাতে ঢোকা রাবার বুলেট অপসারণ করতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা যায়।

আহত বিজিবি সদস্য বলেন, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক পাগলকে বাংলাদেশে পুশইন করে। এর আগেও তারা এ ঘটনা ঘটিয়েছে। আমরা বিষটি জানার পর বাংলাদেশের ভেতর থেকেই এর প্রতিবাদ করি। কিন্তু বিএসএফ সদস্যরা কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশে প্রবেশ করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমি ও আরও দুই জন আহত হয়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান বাংলাদেশ বর্ডার গার্ডের এ সদস্য।

-এএ


সম্পর্কিত খবর