বেলায়েত হুসাইন ।।
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর কাফরুলে নিজ এলাকার রিক্সাভ্যান চালক দুস্থ, অসহায়, বাস্তুহারা ও ছিন্নমূল
লোকদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিরপুরস্থ উচ্চতর ইসলামি জ্ঞানচর্চাকেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার মেহমান খানায় ইফতারসামগ্রী-সহ মোট আটটি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করেন তিনি।
করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে ৩ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের ৩য় পর্ব আজ সম্পন্ন হলো। ইঞ্জিনিয়ার আবুল কাসেম এসময়ে বলেন তৃনমূল পর্যায়ে দুস্থদের মাঝে ত্রান বিতরনের ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমরা তা সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি।
আজকের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শেখ বজলুর রহমান। এসময় উপস্থিত মিডিয়া কর্মীদের মাধ্যমে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার ও স্বাস্থ্য বিভাগের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবার জন্য অপরিহার্য। আমার আপনার সামান্য অবহেলা ও অসতর্কতা পুরো জাতির জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে।
তাই সতর্ক থাকুন,মেনে চলুন। কারন-জীবন সবার আগে। তিনি অত্যন্ত জোর তাগিদ করে বলেন যে, সবাই যার যার অবস্থান থেকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন। তবে অবশ্যই যথাযথ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করুন।
আমাদের আবুল কাশেম ভাই যেভাবে তার কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায় মানুষদের বাসায় বাসায় পৌছানোর যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটাই সময়ের দাবি। সবার এই বিষয়টির প্রতি সবিশেষ লক্ষ রাখা উচিত। জাতির এই ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে দাড়ানোর জন্য তিনি ইঞ্জিনিয়ার এস এম আবুল কাসেমকে ধন্যবাদ জানিয়ে যথাসম্ভব এধারা অব্যাহত রাখার অনুরোধ করেন।
অসহায় মানুষদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে ত্রান বিতরণকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কোচি বলেন, ধৈর্য ও শৃঙ্খলার সাথে মহামারীর এই ক্রান্তিকাল পার করার চেষ্টা করুন,আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং আমরন থাকবো ইনশাআল্লাহ!
এছাড়াও, রমজান উপলক্ষে প্রতি বছর সমাজের অসহায় মানুষের জন্য বিভিন্ন দান-অনুদান করে থাকেন ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম। রমজানে দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদ মাদরাসাগুলোতেও তার দানের হাত বিস্তৃত হয়। একজন স্বচ্ছ ও নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে নিজ এলাকায় তার খুব সুনাম রয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে এর আগেও ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম নিজ উদ্যোগে দেড়হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
-এটি