মুহাম্মদ সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>
ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত (২২ এপ্রিল) ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন করোনা আক্রান্ত রোগীদের সেচ্ছায় জানাজা পড়ানোর তরুণ আলেমদের সংগঠন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের তত্বাবধায়ক মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান।
তিনি আওয়ার ইসলামকে জানান, গতকাল রাতে সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার (ইউএনও) স্যার আমাকে ফোনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর গোসল জানাজা ও দাফনের ব্যবস্থার ব্যাপারে বলেন। পরে আমাদের সালথা উপজেলার টিম জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করে।
এতে উপস্থিত ছিলেন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশ সালথা উপজেলা প্রতিনিধি হাফেজ মুস্তফা কামাল, মাওলানা ঝিনাতুল ইসলাম, হাফেজ ঝিকরুল্লাহ, হাফেজ কারী হারুন অর-রশিদ, মাওলানা আরিফ হোসাইন, কারী আবুল হাসান সহস্থানীয় লোকজন।
মৃত যুবকের নাম আরিফ হোসেনের (২৬) পিতা আব্দুল খালেক। উপজেলার গট্রি ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামে।
জানা যায়, সে করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে। তার করোনা টেষ্ট পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে জানাজা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক।
-এটি