শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

৩ হাজার পরিবারকে আ.লীগ নেতার ফুডপ্যাক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে রাজধানীর কাফরুলে তিন হাজার মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারকে খাদ্য সহযোগিতা করছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম।

আজ মঙ্গলবার আলহাজ ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেমের দলীয় কর্মী এবং এলাকাকার স্বেচ্ছাসেবীরা তাদের বাসায় বসায় গিয়ে চাল, ডাল,ছোলা,মুড়ি, লবন, তেল,আলু,খেজুর-সহ আসন্ন পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও সাহরির নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর একটি করে প্যাকেট পৌঁছে দেয়ার কাজ শুরু করেন।

স্থানীয় হাজী আশরাফ আলী হাইস্কুল মাঠে যথাযথ দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে পাঁচশত প্যাকেট বিতরণ করা হয়।আগামীকাল ও পরশু নাগাদ বিতরণের কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

খাদ্য সহযোগিতা প্রদান প্রসঙ্গে ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী সভানেত্রী,দেশনেত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে এবং দেশের গণ্যমান্য আলেমদের উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতে যেন এরকম জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে পারি দেশবাসীর কাছে সেই দোয়া চাই।

প্রসঙ্গত, এর আগে গত ৩০,৩১ মার্চ ও ১ এপ্রিল কাফরুলের অন্তত দুইহাজার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছেন স্থানীয় এই নেতা। দলমত নির্বিশেষে নিজ এলাকার মসজিদ মাদরাসা ও গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম স্থানীয় রাজনৈতিক মহলে এলাকাবাসীর রোজ আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন।

সহৃদয়বান ও জনদরদি ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম আত্মকেন্দ্রিকতার এই পৃথিবীতে নিঃস্বার্থ, উদারহস্ত একজন ব্যতিক্রমধর্মী মানুষ। ব্যক্তিগত তহবিল থেকে জনকল্যান এবং আর্তমানবতার সেবার জন্য প্রতিটি সংকটে তিনি দুহাত ভরে ব্যয় করেন।

-এটি


সম্পর্কিত খবর