আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আট উপজেলার ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ৬৭ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৩ জন নারী এবং ২০ জন ভৈরবের বাসিন্দা।
তিনি আরও জানান, গতকাল রোববার ৪০ টি নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ শনাক্ত হয়েছিলেন। গতকালও আক্রান্তদের ২০ জন ছিলেন ভৈরবের। এ জেলায় চিকিৎসক, নার্সসহ এখন পর্যন্ত ১৪১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল মারা যাওয়া করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত। মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়। ১০ এপ্রিল নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
-এএ